JaamaKapor একটি অনলাইন পেইজ যেখানে যশোরের নারীদের হাতের এমব্রয়ডারি করা থ্রি পিস্, টু পিস্, কুর্তি, শাড়ি, ফতুয়া পাওয়া যায়। কাপড়গুলো সবই বেক্সী ভয়েল সুতির ওপর সুতোর কাজ করা। গরমে পড়ার জন্য উপযুক্ত এই কাপড় জামাকাপড়ে আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে।
জামাকাপড়ের যাত্রা শুরুর গল্প আমার নিজের অভিজ্ঞতা থেকে। যশোরের মেয়েদের হাতের এম্রোয়ডারী করা জামা পড়লে সবার কাছ থেকে জামাগুলোর অসংখ প্রশংসা যখন পেতাম,যশোরের মেয়ে হিসাবে খুব আনন্দিত হোতাম। কাছের বন্ধু বা প্রিয়জনদের মাঝেমধ্যে যখন ওই কাপড় গিফট করেছি, তারাও আরামদায়ক সুতি কাপড়ের ওপর হাতের সুন্দর কাজ খুব পছন্দ করতো। মাঝেমধ্যে তারা নিজেরাও আমাকে অর্ডার দিয়েছে যশোর থেকে আনিয়ে দিতে। কাছের মানুষের এই আগ্রহ দেখে মনে মনে ইচ্ছে পোষণ করেছি একদিন যশোরের মেয়েদের তৈরী এই কাজ সারা দেশে ছড়িয়ে দেবো। সেই ইচ্ছে থেকেই আমার এই পেইজ।
এই পেইজের মাধ্যমে সারা দেশের মানুষের ঘরে ঘরে যশোরের হাতের কাজ যেমন পৌঁছে যাবে, তেমনি যশোরের মেয়েরা, যারা সংসার এবং জীবনের যুদ্ধে জয়ী হওয়ার জন্য অবিরাম লড়াই করে যাচ্ছে, আপনাদের সকলের সয়হতায় অর্থনৈতিকভাবে সাবলম্বী হয়ে সামনে এগিয়ে যাবে। আমার এই প্রচেষ্টা তখনই সত্যি হবে যখন আপনারা সকলে এই পেইজে যুক্ত হয়ে আমাদের হাতের কাজের কাপড় আপনার এবং আপনার পরিবারের জন্য অর্ডার করবেন। দেশীয় এই কাজ আপনাদের মাধ্যমেই একসময় সারা বিশ্বে ছড়িয়ে পড়ব। আপনাদের সকলকে আমার এই পেইজে আমন্ত্রণ।