২০২৫এ করোনাভাইরাস
২০২৫ সালে করোনাভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা আগের চেয়ে অনেক বেশি হলেও, এ বিষয়ে এখনো সতর্ক থাকা প্রয়োজন। মহামারির তীব্রতা কমে এলেও ভাইরাসের নতুন ধরন মাঝে মাঝে দেখা দিচ্ছে, যা থেকে নিরাপদ থাকতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এখন নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা এবং ভিড় এড়িয়ে চলার মতো অভ্যাস গড়ে তুলেছেন। বিশেষ করে গণপরিবহন, হাসপাতাল বা ভিড়যুক্ত জায়গায় মানুষ এখনো কিছুটা সচেতন থাকে।
স্বাস্থ্যবিষয়ক প্রচার
সরকারের পক্ষ থেকেও মাঝে মাঝে স্বাস্থ্যবিষয়ক প্রচার চালানো হচ্ছে—টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ও পোস্টারের মাধ্যমে মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে করোনা একেবারে চলে যায়নি। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি শেখানো হচ্ছে এবং টিকার গুরুত্ব সম্পর্কে জানানো হচ্ছে। তবে এখনো কিছু মানুষ আছেন যারা ভ্রান্ত তথ্যের কারণে অবহেলা করছেন, যা সমাজের জন্য ঝুঁকিপূর্ণ। সচেতনতার পাশাপাশি সঠিক তথ্য জানাও খুব দরকার। তাই ২০২৫ সালেও আমাদের উচিত করোনা প্রতিরোধে সতর্ক থাকা, সঠিক তথ্য জানা এবং নিজের পাশাপাশি অন্যের সুরক্ষার কথাও ভাবা। এই অভ্যাসগুলো শুধু করোনা নয়, ভবিষ্যতের যেকোনো সংক্রামক রোগ প্রতিরোধেও সহায়ক হবে।







