Embroidery on Cotton

by Nafisa

Embroidery on Cotton

সুতির কাপড়ে হাতের কাজ (Embroidery on Cotton) একটি ঐতিহ্যবাহী ও নান্দনিক হস্তশিল্প, যেখানে সুতি কাপড়ের ওপর সুতা, মুক্তা, পুঁথি ,জরি, ইত্যাদি উপকরণ দিয়ে হাতে সেলাই করে নকশা তোলা হয়। তবে আধুনিকতা এবং চাহিদার কারনে এই কাজ এখন মেশিনের মাধ্যমেও করা হয়। সুতি কাপড় নরম ও সহজে কাজ করা যায় বলে এটি সূচিকর্মের জন্য উপযুক্ত। জামা, ওড়না, শাড়ি, চাদর,বালিশের কভারসহ নানা ধরনের পোশাক ও গৃহসজ্জার সামগ্রীতে এই সূচিকর্ম ব্যবহৃত হয়। বাংলাদেশে বছরের বেশিরভাগ সময় আবহাওয়া উষ্ণ থাকার কারনে এই অঞ্চলের মানুষ সুতি কাপড় ব্যবহার করতে সাচ্ছন্দ বোধ করে আর তার ওপর সুতার কাজ কাপড়ের সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয়।